ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি।
জীবের করুণা করি দেশে দেশে ফিরি ফিরি
প্রেমধন যাচে নিরবধি।।
অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণে না যায় অঙ্গ
গোরাপ্রেমে গড়া তনুখানি।
ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে
দু নয়নে বহে কত পানি।।
কপালে তিলক শোভে কুটিল কুন্তল লোভে
গুঞ্জার আটনি চূড়া তায়।
কেশরী জিনিয়া কটি তাহে শোভে নীল ধটী
বাজননূপুর শোভে পায়।।
কো কহু নিতাইর গুণ জীবে দেখি সকরুণ
হরিনামে জগত তারিল।
মদন-মদেতে অন্ধ বিষয়ে রহলু ধন্দ
হেন নিতাই ভজিতে না পাইল।।
ভুবন মোহন বেশ মাতাইল সকল দেশ
রসাবেশে অট্ট অট্ট হাস।
পহু মোর নিত্যানন্দ কেবল আনন্দকন্দ
গুণ গায় বৃন্দাবন দাস।।