ওহে নিকরুণ কহিব কত।
অবলা পরাণে সহে কি এত।।
না জানি কি কৈলে আঁখির ঠারে।
সে সব কাহিনী কহিতে নারে।।
হিয়ার মাঝারে করিয়া থানা।
দিলে নিরমল কুলেতে হানা।।
আহা মরি মরি কি হৈল তারে।
দেখি কে ধৈরজ ধরিতে পারে।।
নিরজনে নিজ সখীরে লইয়া।
না জানি কি কহে শপথ দিয়া।।
নিরবেদে ধনী না বাঁধে থেহা।
নরহরি কহে বিষম নেহা।।