ওহে শ্যাম বুঝিলাম তোমার চরিত।
যত জীয়ে ততই দেখিয়ে বিপরীত।।
সুরঙ্গ সুন্দর বিন্দু ভালে করে শোভা।
রঙ্গিম অধরে কিবা কাজরের আভা।।
আর না কহিয় বন্ধু চাতুরীর কথা।
নারী হৈলে প্রাণ বন্ধু কি কার করিতা।।
এ না বেশে কেমনে আইলে ব্রজ মাঝে।
ত্রিভুবনে নাহি শুনি যারে বলি লাজে।।