ও আমার বন্ধুরে পাইমু কেন কলে গো রাধে। আমার বন্ধুরে পাইমু কোন কলে। ধু
বন্ধুরে পাইমু বলে দিবানিশি দেহা জ্বলে ওরে শীতল কর দরশনের জলেগো রাধে।
দরশন অমূল্য নিধি একবার পাইতাম যদি ওরে চরণেতে যাইতাম মিশিয়া গো রাধে।
যদি পাইতাম একবার গলায় দিতাম প্রেমের হার চরণ ধূলা মূছিতাম নয়নে গো রাধে।
দিবানিশি দহে মন না পাই বন্ধের দরশন এই দুঃখ রহিল অন্তরে গো রাধে।
এই সব পাইতে চাও ধর গিয়া মুরশিদের পাও মনের বাঞ্ছা হইবে পূরণ গো রাধে।
অধম উছমানে কয় হৃদয়ের শেল খসিবার নয় ঐ শেল খসিব আমি মইলে গো রাধে।