ও আমি পাইলাম না গো আমার বন্ধুরে মানাইতে।
তোমরা নি যারায় গো সখি, কদম তলায় ফুল পাড়িতে।।
আর দারুণ চাম্পানাগেশ্বর ফুল ফুটে গো ডালে-ডালে।
বা’ আল্লা, ফুটে গো ডালে -ডালে।
ওরে, রাইত অইলে হায়রে ফুল লূকায় পাতে-পাতে।।
আর দারুণ বলওয়া ফুল ফুটে গো নিশা কালে;বা’ আল্লা ফুটে গো নিশাকালে।
আর তার লাগি’ কতেক রইছইন ফুল গাছের তলে।।
আর সৈয়দ আকিলে কইন ফুলের তলে বইয়া; বা আল্লা ফুলের তলে বইয়া।
সারা নিশি প’র গো দিলাম ফুলের লাগিয়া।।