ও আমি পিরিত করি কলঙ্কিনী হইয়াছি গকুলে,
প্রেমানলে সজনী সদায় জ্বলে। ধু
প্রেম করিলাম শিশুকালে, চিরদিন রহিবে বইলে,
হায়রে কোন অপরাধে প্রিয়ে আমারে ছাড়িলে।
প্রেমের সাগর তুমি হায়রে জনমের পিয়াছা আমি,
হায়রে দরশনের জল ঢাল আমার আগুনে।
এমন কেহ গুণী হইত, আমার কলিজা চিরিয়া চাইত,
হায়রে দেখাইতাম আগুনী তারে, জ্বলিতেছে কি হালে।
পাগল আরকুমে বলে, আমার মাশুকের দয়া না হইলে
হায়রে জনমের কুলটা আমি একালে সেকালের ।