ও এ গো রূপসী আও না কুঞ্জে হাসি গো হাসি। তোমার কুঞ্জে তুমি আও গো আমি কি পরবাসী।।
যদি তুমি কুঞ্জে আও, বাঁশীর সুরব শুনাই যাও গো। তুমি বিনে এ জগতে কে আছে মায়া-রসী।।
চাই ভিক্ষা কালার বাঁশী, সঙ্গে নিতাই কানাই দাসী। জগৎ ভুলাইয়া রাখছ যে কামিনী মৌরসী।।
ছাবাল উদাসীর বাণী, শুন মাগো কমলা রাণী। দোষ-গুণ ক্ষেমিয়া তারে না বানাইও আর দোষী।।