ও কুলের বধূ ! মজালি মজালি মজালি রে জাতিকূল। ধু
একেত কুলের বধূ আর ত অবলা। কতেক সহিমু নাথ কলঙ্কের জ্বালা।।
ঘরে গঞ্জে গুরুজন, বাহিরে রবির তাপ। পরের পিরীতি নাথ আন্দার ঘরের সাপ।।
ঐকুলে বন্ধুর বাড়ী মাঝে ক্ষীরনদী। উড়ি যাইতাম সাধ করে, পাখা না দেয় বিধি।।
সৈয়দ মর্তুজা কহে মনেত ভাবিয়া তন জ্বলে মন পোড়ে ঐ বন্ধের লাগিয়া।।