ও গুরু বললে কি গুরু মিলে, মন ও প্রাণ না দিলে।
ও সে রসের গাছের ফল ও সদায় করছে টল মল।
সেই রসিক তার মর্ম জানে অরসিকে জানবে কেনে ?
সে ফল যে খেয়েছে সেই অটল হয়েছে।
সে ভাব করেছে গোপীগণে–ও মন প্রাণ না দিলে।
ও দরবেশ লালন শা তাই কয়, ও কিনু, প্রেম সামান্য নয়,
আরে ঐ প্রেম সবার ভাগ্যে হয়;
ও সে প্রেম করতে পারলে একই কালে
পিতলে সোনা ফলে– ও মন প্রাণ না দিলে।