ও পথে দেখিল কালা সাথে মন গেল।
সে বড়ি বিষম শ্যাম চিত চুরি কৈল মোর
সোয়াস্ত না পাঙ এক তিল।।ধ্রু।।
মেঘের বরণ গাও রাঙ্গা হাত রাঙ্গা পাও
মুখ যেন পূর্ণিমার চাঁদে।
গজেন্দ্র গমন দেখি ফিরাইতে নারি আঁখি
মনের সহিতে প্রাণ কাঁদে।।
অরুণ অধর তায় ফিরিয়া ফিরিয়া চায়
ত্রিভঙ্গ হইয়া পূরে বেণু।
মধুর মধুর হাস জাতি কুল প্রাণ নাশ
শ্যামের সে ঢর ঢর তনু।।
শিরে শিখিপুচ্ছ বায় ভ্রমরা ভ্রমরী ধায়
চরণে চরণ বঙ্ক রাজে।
কাতরে রাঘব কয় মোর মনে হেন লয়
কানু সে সুনাগর-রাজে।।