ও মুখ শরদ সুধাকর সুন্দর
ইহ নলিনীদল গঞ্জে।
ও তনু নবঘন সুন্দর রঞ্জিত
ইহ থির দামিনীপুঞ্জে।।
দেখ রাধা মাধব জোড়ি।
দুহুঁক পরশ রসে দুহুঁ পুলকাইত
দুহুঁ দোঁহা রহল আগোরি।।
ও নব নাগর সব গুণ আগোর
ইহ সে কলাবতী সীম।
ও অতি চতুর শিরোমণি বিদগধ
এ সব গুণহি গরীম।।
মধুর বৃন্দাবনে শ্যাম গোরী তনু
দুহুঁ নব কিশোরী কিশোর।
নরোত্তম দাস আশ চরণে রহুঁ
শ্রীবল্লভ মন ভোর।।