ও মোর জীবন- সরবস ধন
সোণার নিমাই-চান্দ।
আধ তিল খণ ও চান্দবদন
না দেখি পরাণ কান্দ।।
অরুণকিরণ হৈল পরসন্ন
উঠহিই শয়ন সনে।
বাহির হইয়া মুখ পাখালিয়া
মিলহ সঙ্গিয়াগণে।।
গদগদ কথা কহে শচী মাতা
হাত বুলাইয়া গায়।
শুনি গৌরহরি আলস সম্বরি
উঠিয়া দেখয়ে মায়।।
পাখালি বদন করিলা গমন
সব সহচর সঙ্গে।
জগন্নাথ দাস চিরদিন আশ
দেখিবে ও রসরঙ্গে।।২।।