কতহুঁ যতনে দুহুঁ নিজ নিজ মন্দিরে
বিমনহি করত পয়ান।
দুহুঁক নয়ন গল প্রেম-বিচ্ছেদ-জল
দারুণ দৈব বিহান।।
দেহ রাধামাধব প্রেম।
ঐছন ঘটন কতহিঁ নাহি হেরিয়ে
যৈছন লাখবাণ হেম।।ধ্রু।।
পদ আধ চলত খলত পুন ফীরত
কাতরে নেহারই মুখ।
একহি পরাণ দেহ পুন ভিন ভিন
অতয়ে সে মানয়ে দুখ।।
তিল এক বিরহ কলপ করি মানই
গায়ই দুহুঁ পরসঙ্গ।
ভণ রাধামোহন ঐছে গান গুণ
যতনহ সো রস-ভঙ্গ।।