কতয়ে কলাবতী পশুপতি-পদযুগ
সেবই যাকর আশে।
সো বহুবল্লভ তোহারি পরশ বিনু
দগধল মদনহুতাশে।।
সখি হে উলটি নেহারহ নাহ।
চান্দঅমিয়া বিনু চকোর না জীবয়ে
জানি করহ নিরবাহ।।ধ্রু।।
শ্যামসুধাকর নিকটহি রোয়ত
কুরু চিতকুমুদ বিকাশ।
অঞ্চল অন্তর মানতিমির রহু
লোচন পড়ল উপাস।।
সো সুখসম্পদ তুহুঁ বিনু সুন্দরি
হাসি কেবা আপন বোলাই।
জ্ঞানদাস কহ অলপ ভাগি নহ
দূতিক দরশন পাই।।