কত অনুনয় অনুগত অনুবোধি।
পতিগৃহ সখিহ্নি সুতাওলি বোধি।।
বিমুখি সুতলি ধনি সুমুখি ন হোএ।
ভাগল দল বহুলাবএ কোএ।।
বালমু বেসনি বিলাসিনি ছোটি।
মেল ন মিলএ দেলহু হিম কোটি।।
বসন ঝপাএঁ বদন ধর গোএ।
বাদর তর সসি বেকত ন হোএ।।
ভুজ-জুগ চাঁপ জীব জৌঁ সাঁচ।
কুচ কঞ্চন কোরী ফল কাঁচ।।
লগ নহিঁ সরএ, করএ কদি কোর।
করে কর বারি করহি কর জোর ।।
এতদিন সৈসব লাওল সাঠ।
অব ভএ মদন পঢ়াওব পাঠ।।
গুরুজন পরিজন দুঅও নেবার।
মোহর মুদল অছি মদন-ভঁডার।।
ভনই বিদ্যাপতি ইহো রসভান।
রাএ সিবসিংঘ লখিমা বিরমান।