কত কত কোটি জনম করি জপ তপ
পাওলুঁ তুয়া নব লেহ।
যমুনাজল ফল তিল তুলসী-দল
দেই সমাপলুঁ দেহ।।
সুন্দরি ধনি ধনি সাধু বিবাদ।
তুহু যদি নিজ কিং- কর করি রাখবি
মাফ করবি অপরাধ।।
নিতি নিতি রজনি দিবস মঝু মানস
গুণগণ গাওব তোর।
তুয়া মুখ হেরি কোন বর পামর
আন যুবতি করু কোর।।
তুয়া পদ-পল্লব- নখমণি কাগজ
দাস-কবজ তহিঁ লেখি।
জীবনে মরণে তোহে তনু সোপলুঁ
দীনবন্ধু কহু সাখি।।