কত কত ভুবনে আছয়ে বর নাগরি
কে না করই অভিলাষ।
যো পুরুখ রতন যতনে নাহি পাওই
সো তুয়া দাসকি আশ।।
সজনী আর কত সাধসি মানে।
রসময় লোচন লোরে লাঞ্ছসি
অনুভূয়ি সহসি পরাণে।।
যাকর মুরলী আলাপহি কত কত
কুলরমণীগণ ভোর।
তোহারি প্রেমভএ বাত না কহতহিঁ
অতএ কি মানসি থোর।।
প্রেমকি দহন প্রেমপয়ে শীতল
আনহি হোয়ত আন।
চন্দন চন্দ্র চন্দনি তাপই
গোবিন্দদাস রসগান।।