কপট চাতুরী চিতে জন-মন ভুলাইতে
লইয়ে তোমার নামখানি।
দাঁড়াইয়া সত্য-পথে অসত্য যজিয়ে তাথে
পরিণামে কি হবে না জানি।।
ওহে নাথ মো বড় অধম দুরাচার।
সাধু শাস্ত্র গুরু বাক্য না মানিলুঁ মুঞি ধিক
অতয়ে সে না দেখি উদ্ধার।।
লোকে করে সত্য বুদ্ধি মোর নাহি নিজ-শুদ্ধি
উদার হইয়া লোকে ভাঁড়ি।
প্রেম-ভাব মোরে করে নিজ গুণে তারা তরে
আপনি হইলুঁ ছোঁচ হাঁড়ি।।
চন্দ্রশেখর দাস এই মনে অভিলাষ
আর কি এমন দশা হব।
গোরা পারিষদ সঙ্গে সঙ্কীর্ত্তন রস রঙ্গে
আনন্দে দিবস গোঙাইব।।