কবে প্রভুর অনুগ্রহ হব।
বিষয়-বাসনা-পাশ কবে মোর হবে নাশ
কবে আমি বৃন্দাবনে যাব।।ধ্রু।।
এ সংসারে দুঃখ ফল সে আনন্দে মহাবল
জানিয়া যাইব সেই স্থানে।
সর্ব্ব দুঃখ পলাইবে গড়াগড়ি দিব যবে
রাস-থলী-যমুনা-পুলিনে।।
কৃষ্ণ-মূর্ত্তি গোবর্ধন মহাভাগ্য দরশন
মোর কিয়ে হবে হেন কর্ম।
কৃষ্ণের রাধিকা যৈছে শ্রীকুণ্ড তাহার তৈছে
কায়-মনে কবে হবে মর্ম।
কুণ্ড-যুগে স্নান করি সেইখানে যদি মরি
তবে বুঝি মোর হয়ে গতি।
তুমি প্রভু দয়াময় এ রাধামোহন কয়
সিদ্ধ কর এই ত কাকুতি।।