কমল কাননে করিণীর সনে
করি করে যৈছে মেলি।
কানু সুঘড় কামিনী পাইয়া
তেমনি করিছে কেলি।।
করেতে ধরই কনক কটোরী
প্রিয়ার হৃদয় মাঝ।
কুঙ্কুম চন্দন করে বিলেপন
বিদগধবর রাজ।।
কুঞ্জের মাঝারে কানু সে বিহরে
কনক লতিকা লৈয়া।
কুমুদিনি মন হৈল হরশন
কুমুদ বন্ধুয়া পাইয়া।।
কতেক প্রকারে কামিনি তোষিল
কানু সে পিরীতি জানে।
করে কণ্ঠ ধরি অধর কমলে
অমিয়া করল পানে।।
কনক কিঙ্কিণী কবরি বসন
খসি পড়ে অঙ্গ হৈতে।
দাস হরেকৃষ্ণ যুগল চরিত
দেখে সখিগণ সাথে।।