কমল মিলল দল মধুপ চলল ঘর
বিহগে গহল নিজ ঠামে।
অরে রে পথিক জন থির রে করিঅ মন
বড় পাঁতর দুর গামে।।
ননদি রুসিএ রহু পরদেস বস পহু
সাসুহি ন সুঝ সমাজে।
নিঠুর সমাজ পুছরি উদাসীন
আওব কি কহব বেআজে।।
চন্দন চারু চম্প ঘন চামর
অগর কুঙ্কুম ঘরবাসে।
পরিমল লোভে পথিক নিত সঞ্চর
তেই নহি বোলয় উদাসে।।
বিদ্যাপতি ভন পথিক বচন শুন
চিতে বুঝি কর অবধানে।
রাজা শিবসিংঘ রূপ নারায়ণ
লখিমা দেই রমানে।।