করঙ্গ কৌপীন লঞা ছিড়া কাঁথা গাএ দিঞা
তেয়াগিব সকল বিষয়।
হরি অনুরাগি হবে ব্রজের নিকুঞ্জে কবে
যাইঞা করিব নিজালয়।।
হরি হরি কবে মোর হবে শুভদিন।
ফলমূল বৃন্দাবনে খাঞা দিব্য অবসানে
ভ্রমিঞা হইব উদাসীন।।
শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে
প্রেমাবেশে আনন্দ হইঞা।
বাহু দুই ঊর্দ্ধ করি বৃন্দাবনের কুলি কুলি
কৃষ্ণ বলি বেড়াব কান্দিঞা।।
দেখিব সঙ্কেত স্থান অভাবে তাপিত প্রাণ
প্রেমাবেশে গড়াগড়ি দিব।
কাহাঁ রাধা প্রাণেশ্বরি কাহাঁ গোবর্ধন গিরি
কাহাঁ নাথ বলিঞা কান্দিব।।
মাধবী কুঞ্জের পরি সুখে বৈসে শুকসারী
গাইব শ্রীরাধাকৃষ্ণ রস।
তরুতলে বসিয়া শুনি পাসরিব হিয়া
কবে সুখে গোঙাব দিবস।।
শ্রীগোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাথ
দেখিব রতন সিংহাসনে।
দীন নরোত্তম দাস করে দুর্লভ অভিলাষ
এমতি হইব কতদিনে।।