করি জলকেলি অলিসঞে বালা।
হেরলু পথে জনু চান্দকি মালা।।
অপরূপ রূপ নয়নে মঝু লাগি।
অনুখন মাধুরী মরমহি জাগি।।
এ সখি! এ সখি! মোহে হেরি রাই।
বিহসি রহলি ধনী গীম মোড়ই।।
সো মুখ ঝলমল নিরমল জোতি।
লোলিত নাসক বেশর মোতি।।
রঙ্গ অধরপর ঢরকই কাঁতি।
মদনমোহন যৈছে ফাঁসক ভাঁতি।।
বঙ্কিম কেশ বিথারল পীঠে।
চকিতহি মঝু মন লাগল দিঠে।।
ঐছে সুকেশিনী হাস নাহি দেখি।
চিতমুরুতি কিয়ে রহলহি লেখি।।
পদনখ অঙ্গুরি যাবক শোভা।
দশনখ ভয়ে চান্দ অরুনহু লোভা।।
সো পদকমল হৃদয়ে করি লেব।
গোবিন্দদাস যব অনুমতি দেব।