কর মন ভারি ভুরি যত কিছু চাতুরী
কিছুতেই না হবে সুসার।
বড়াই করিবে যত সকলি হইবে হত
কিছুতেই নাহিক নিস্তার।।
ধনজন যৌবন সব হবে অকারণ
বিদ্যাবুদ্ধি যাবে রসাতল।
যদ্যপি মঙ্গল চাও শুন মোর মাথা খাও
ভজ হরি চরণ কমল।।
হরির চরণ বিনে নাহি গতি দীনহীনে
হরিপদ দীনের সম্পদ।
বদনে বলরে হরি অনায়াসে যাবে তরি
তরণী করিয়া হরিপদ।।
বলরাম পড়ি দায় খেদে করে হায় হায়
একুল ওকুল তার নাই।
আর না করিও দেরি চাঁদবদনে বল হরি
হরিবে সমন ভয় ভাই।।