কলধৌত কলেবর গৌরতনু।
তছু রঙ্গ তরঙ্গ নিতাই জনু।।
কোটি কাম জিনী কিয়ে অঙ্গছটা।
অবধূত বিরাজিত চন্দ্রঘটা।।
শচিনন্দন কণ্ঠে সুরঙ্গ মালা।
তহিঁ রোহিণিনন্দন দীগ আলা।।
গজরাজ জিনী দুন ভাই চলে।
মকরাকৃতি কুণ্ডল গণ্ডে দোলে।।
মুনি ধ্যান ভুলে সতিধর্ম্ম টলে।
জগতারণ কারণ বিন্দু বলে।।