কষিল কনকরুচির গৌর
অখিল ভুবন ময়ম চৌর
করভ শুণ্ড বাহুদণ্ড
কলুমষ তাপ ত্রাসনি।
প্রচুর পুলকশোভিত অঙ্গ
নটন লীলা অধিক রঙ্গ
বয়ান শরদ পূনিম ইন্দু
সরস হাস ভাষণি।।
আজু বনি গৌর চান্দ
জগজনমন নয়ন ফান্দ
উরহি দোলত কুন্দমাল
ভালে তিলক লায়নি।।ধ্রু।।
নয়নে বহত সলিল ধার
কমলে ঝরু কি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ
হরিষে হরি বোলনি।
মত গজেন্দ্র গমন মন্দ
নিরখি মদন হৃদয় ফন্দ
অসুর অমর কিয়ে নারীনর
ত্রিজগত চিত দোলনি।।
তরুণ বয়স গৌরদেহ
অন্তরে উয়ল গোকুল মেহ
ভাবে ভরল মরম তরল
চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল
ধন্য ধন্য পহুঁ দয়াল
কয়ল কীর্ত্তন জীবতারণ
জ্ঞানদাস গুণ গাহনি।।