কষিল কাঞ্চন মণি গৌরকলেবর।
আজানুলম্বিত ভুজ পুলক উজর।।
বরণকিরণে দেশে গেল আঁধিয়ার।
ধন্য কলিযুগ লোক, ধন্য অবতার।।
গৌর করুণার সীমা।
বিরিঞ্চিবাঞ্ছিত ভবভাবিত মহিমা।।ধ্রু।।
তরুণী তরণ বৃদ্ধ শিশু পশু পাখি।
যারে দেখে সভে সুখি চাহে অশ্রুমুখি।।
আনন্দে রসাল শৈলশিখর সমান।
জগভরি যারে তারে কৈল প্রেম দান।।
অখিলের সার প্রভু গৌর চিন্তামণি।
কেবল কৃপায়া কৈল ধরণিরে ধনি।।
হেন প্রেম না পাইল পাপী হেন জনা।
জ্ঞানদাস বলে তারে নহিল করুণা।।