কহিও বঁধূরে নতি কহিও বঁধূরে।
গমন বিরোধ হৈল পাপ শশধরে।।
গুরুজন সম্ভাষিতে গেল আধ রাতি।।
তবে ত পাইব আমি বঁধূর সংহতি।।
অমাবস্যা প্রতিপদে চাঁদের মরণ।
সে দিনে বঁধূর সনে হইবে মিলন।।
চণ্ডীদাসে বলে তুমি না ভাবিহ চিতে।
সহজে এ কথা বটে কেন পাও ভিতে।।