কহিমু কাহার আগে।
তুমি সে বেথিত তথির কারণে
কহিল তোমার লগে।।
যে দিন দেখল কদম্বের তলে
চাহিয়া অকাজ কইনু।
সেই দিন হতে অঙ্গ জর জর
না জানি কি ফল পানু।।
গৃহপতিজনে বিষ সম দেখি
লোকের বচন রুঠা।
বুক দুরু দুরু কেমন করয়ে
এ বড়ি বিষম লেঠা।।
জাতি কুল শীল আর কিবা রয়
বেক … … … …।।
… … … … করে কানাকানি
তুলয়ে দারুণ রব।।
… … … … … … … ….।
… …. …. …।
শ্যাম বিহনে জীবন না রহে
এ অঙ্গ হইল ঢল।।
সজ … … … … … … …
ঐছন পীরিতি লেহা।
কানুর পীরিতি যে জন করিল
তাহার পুড়য়ে দেহা।।