কহেন সকল প্রভুর গোচর
মহা সে নারদ-মুনি।
মুগদ হইঞা কহিতে লাগল
গদ গদ হঞা বাণী।।
“এক নিবেদন কহিএ বচন
শুনহ গোলোক-হরি।
তুমি দয়াময় গুণের সাগর
এক নিবেদন করি।।
ব্যাস মুনিবর রচিল সুন্দর
কল[প] তরুর কায়া ।
তোমারে বর্ণিলা বেদ-অগোচর
কত না কহিব ইহা।।
তুমি সে দয়াল কেবল কৃপাল
তরুর একটি ফল ।
এক শুক পাখী চোরাই লইল
ফল অতি মনোহর ।।
সেই শুক পাখী ফল ওষ্ঠে করি
উড়িয়া যাইতে বলে।
ওষ্ঠ হতে খসি মনোহর ফল
পড়ল সায়র-জলে।।
সেই ফল ভাঙ্গি ত্রিগুণ হইঞা
এ তিন সায়রে পড়ে ।
ফল হারাইঞা সেই শুকপাখী
রহল সায়র-পাড়ে।।
পুন সে চিন্তিঞা আইল ধাইঞা
সব দেবগণ-পাশে।”
কহিতে লাগল এ সব বিচার
কহেন এ চণ্ডিদাসে ।।