কহে দেবগণ সরল বচন
“শুন ত্রিলোচন তুমি।
তুমি না রাখহ পিরিতি-বৈভব
যে পদ জপএ ফণি।।
হেনক পিরিতি অনেক যতনে
পায়ল সায়র-জলে ।
হারাধন পাঞা সুখী ভেল মন
কহিব ইহার ছলে।।”
হর হরষিত পাইয়া পিরিতি
আনন্দে নাচত রঙ্গে।
ডম্বুর বাজাএ ঘন সিঙ্গা বায়ে
দেবগণ নাচে সঙ্গে।।
“আজু শুভদিন দিনহি ভেঠল
এহেন পিরিতি রিত ।
কোথা না রাখব এহেন সম্পদ
হেন নহে মোর চিত।।”
সব দেবগণ হইঞা মিলন
যুকতি করল তাই।
“যাহার পিরিতি সেই সে জানএ
চলহ বৈকুণ্ঠে যাই।।
যেহ এ পিরিতি ভকতি-মূরতি
সেই প্রেমসিন্ধুদাতা।
গিঞা তার কাছে কহিব সকল
জে জানে পিরিতি-কথা।।”
চণ্ডিদাস বলে– বড় অদভুত
মরমে রহল বেথা।
দেব-অগোচর যে সুখ-সম্পদ
চল না রাখব তোথা।।