কহে নর্ম্মসখী– “শুন চন্দ্রমুখি,
পুরব বৃত্তান্ত কথা।
হেনক পীরিতি তাহা পাবে কতি
পীরিতি থাকয়ে তথা।।
এইরূপে ভেল পীরিতি-জনম
আখর উঠল তিন।
তোহে তাহে আছে পীরিতি ধরম
ইথে নাহি কিছু ভিন।।
ঐছন পীরিতি তাহার ঘোষণা
রোধ না করহ রাধে।
অনেক জতনে পীরিতি-রতন
পাঞাছ অনেক সাধে।।
এত দুঃখ দেবে মথন করিয়া
পায়ল পীরিতি-লেহা।
হেনক পীরিতি– বিহনে যে জন
কি ছার তাহার দেহা।।
পীরিতি কি রীতি রসের আরতি
না জানে দোসর জনে।”
তোহে তাহে আধ আধ প্রীত দিল
দীন চণ্ডিদাস ভণে।।