কহ কহ বন্ধু আপন কুশল
আমি ত দৈব-হতা ।
কার ঘরে নিশি সুখে গোঙাইলে
কহিবে ধরম-কথা।।
তোমার বালাই লইয়া মরি।
আঁখি পসারিয়া চাহিতে না পার
আলস হৈয়াছে ভারি।।ধ্রু।।
অধরে অঞ্জন লাগিয়াছে যেন
বান্ধুলী ফুলের অলি।
তাহে পরিধান অসিত বসন
আঁধারে মেঘের মালি।।
কিবা নিশি দিন পরের সদন
ছাড়িয়া রহিতে নার।
তিলেক কুশলে রাখ কোন জনে
কারে বা পরাণে মার।।
এমন তোমার স্বভাব ঘুচাব
ধিক্ ধিক্ দেহ ক্ষমা।
তাহাতে অধিক ধিক্ ধিক্ মোরা
শঠের সহিত প্রেমা।।
দু-কুল ছাড়িয়া যাহার লাগিয়া
যামিনী জাগিনু বনে।
তার হেন কাজ ইহ বড় লাজ
শ্রীচন্দ্রশেখর ভণে।।