কাঁচা-কাঞ্চন- কাঁতি-কলেবর
চাহনি কুটিল অধীর।
অতি সুখ-বসনহি আবৃত সব তনু
যায়ত সুরধুনী-তীর।।
সজনি গৌরাঙ্গ লখই না পারি।
চাঁদ-কিরণ সঞে মিলল গৌর-দ্যুতি
গজ-গতি চলু অনিবারি।।
নারিক যৈছন বাম চরণ আগু
ঐছন করত সঞ্চার।
তৈছন ভাবকি রিতি তছু অন্তর
কছু নাহি বুঝিয়ে পার।।
চকিত-বিলোচনে চাহই দশদিশ
অলখিত দ্বিত মুখ হাস।
সো পহু চরণ শরণ কিয়ে পাওব
ইহ রাধামোহন দাস।।