কাঞ্চন দরপণ বরণ সুগোরা রে
বর-বিধু জিনিয়া বয়ান।
দুটি আঁখি নিমিখ মুরুখ বড় বিধি রে
নাহি দিল অধিক নয়ান।।
হরি হরি কেনে বা জনম হৈল মোর।
কনক মুকুর জিনি গোরা অঙ্গ সুবলনী
হেরিয়া না কেনে হৈলাম ভোর ।।ধ্রু।
আজানুলম্বিত ভুজ বনমালা বিরাজিত
মালতী কুসুম সুরঙ্গ।
হেরি গোরা মূরতি কত শত কুলবতী
হালত মদন তরঙ্গ।।
অনুখণ প্রেম-ভরে ও রাঙ্গা নয়ন ঝরে
না জানি কি জপে নিরবধি।
বিষয়ে আবেশ মন না ভজিলুঁ সে চরণ
বঞ্চিত করিল মোরে বিধি।।
নদীয়া নগরী সেহেন ভেল ব্রজপুরী
প্রিয় গদাধর বাম পাশ।
মোহে নাথ অঙ্গীকরু বাঞ্ছা কল্‌পতরু
কহে দীন নরোত্তম দাস।।