কানন দেবতী বৃন্দা সখী তথি
রাইএর সরসীকূলে।
বিচিত্র ঝুলনা করিল রচনা
সুখদ বকুল মূলে।।
ঝুলনা উপরি নাগর নাগরী
আসিয়া বসিলা রঙ্গে।
ঝুলায় ঝুলনা সকল ললনা
ভাবে গদগদ অঙ্গে।।
ঝুলনা ঝমকে রাধিকা চমকে
তা দেখি মাধব ভোর।
হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া
ধনীরে করল কোর।।
রসবতী লৈয়া কোরে আগোরিয়া
ঝুলয়ে রসিক রায়।
সহচরীগণ ঝুলায় দ্বিগুণ
সুস্বরে পঞ্চম গায়।।
ঝুলনা ধরিয়া মধুর করিয়া
কহয়ে শেখর রায়।
দেবতা পূজিতে চলহ তুরিতে
দিবস বহিয়া যায়।।