কানাই কত ফরকাহ চুল।
দানী হৈয়া পথে যে জন বৈসয়ে
তার ধরমগণ্ডা মূল।।
আছে ঘন তোমার চাঁচর কেশ
টানিয়া বান্ধ্যাছ ভালে।
তাহার উপরে শিখী-পাখীর পাখা
জড়ান বকুল-মালে।।
এ তোড়ল বলয়া ঘাঘর
ইথে আছে বুঝি ভাড়া।
নন্দরাজ ঘরে নবনী খাইয়া
হৈয়াছ উমাদ ষাঁড়া।।
বনের কাষ্ঠ ঘসিয়া মেখেছ
কত না সুগন্ধ তাহে।
কি দেখি তোমার যুবতি ভুলিবে
দাস মনোহর গাহে।