কানাই ফিরা রে ধেনু ফিরা রে।
এ কি ঠাকুরাল কে তোর রাখাল
সভাই গোয়ালছাল্যা রে।।
কত বারে বার ফিরাইব আর
ধবলি শ্যামলি চোরা রে।
খন্দ খাইলে মন্দ বলিলে
ডাড়াঞা দেখিব মোরা রে।।
ধেনু না ফিরাল্যে আখি আড় হল্যে
পালে পালে হবে মেলা রে।
গোধন হারাবে চাহিঞা বেড়াবে
তখনি করাবে খেলা রে।।
হের দেখ ভাই তোর চোরা গাই
ধাইঞা চলিল কতি রে।।
দীনবন্ধু বলে ধেনু না ফিরাল্যে
হইবে তোমারি ক্ষতি রে।।