কানুক সম্বাদ পাই বর-রঙ্গিনি
বিছুরল সাজ বিসাজ।
বসন ভূষণ যত করি অছু বিপরিত
চললহি কুঞ্জক মাঝ।।
সজনী আরতি বরণি না যাতি।
চিরদিন মীলন আজু পুন হোয়ব
অতয়ে সে মদন-ভরাঁতি।।
পদ এক চলই খলই পুন প্রেম-ভরে
লোরহি ঝাঁপল দীঠ।
কত দূরে প্রাণ-বল্লভ হাম হেরব
কহতহি গদগদ মীঠ।।
ঐছন ভাতি মিলল বর-কামিনি
সঙ্কেত-কুঞ্জুক-ওর।
রাধামোহন পহুঁ হেরইতে দুহুঁ দুহুঁ
আনন্দে ভৈ গেল ভোর।।