কানু কহে ধনী শুন বিনোদিনি
কালিয়া বরণ আমি।
মোরে পরশিয়া গৌর করহ
কেমন রূপসী তুমি।।
যাহার যেমন বিধির করণ
সকল সমান নয়।
রূপের গরিমা কি কাজ কিশোরী
দেহ দান যেবা হয়।।
আহীরের নারী না কর চাতুরী
অনেক জানহ ছলা।
মোরে লাজ বাস দেখিয়ে যে হাস
ধরিয়া সখীর গলা।।
রাজারে দিয়াছি কর সুধু ঘাট নহে মোর
কিসের গরিমে কর তুমি।
বলরাম দাসে কয় উচিত গণ্ডা যেবা হয়
না দিলেও যাইতে পার তুমি।।