কানু সে নিদান করল জখন
তখনি জানল মনে।
আর কি রমনি কুলের কামিনি
তার কি থাকয়ে প্রাণে ।।
এক তিল জদি বিচ্ছেদ জা সনে
তিলে কতবার মরি।
দেখিলে যুড়াই শ্রীমুখমণ্ডল
তবে সে চেতন ধরি।।
এক শত কোটি কোটির নিমিখে
তার শত শত গুণে।
তার লাখ গুণ কণা অংশ হয়
ঐছন বেদন মনে।।
তবে ধরি জিউ না থাকে কায়েতে
ঐছন বিচ্ছেদ ভয়।
হেন জন তেজি চলে মধুপুরি
কেমতে পরাণ রয়।।
তবে বল জদি ‘এমন জা সনে
তিলে না দেখিলে মর।
সে জন আঁখের আড় হই গেল
কেমতে পরাণ ধর।।
তা ছাড়ি পরাণে কেন আছ ধরি
তার তর তম বলি।’
এ কথা কহিতে অনেক জতন
চণ্ডীদাস ভালে জানি ।।