কান্দয়ে কীর্ত্তিকা রাণী দুনয়নে বহে পানি
ধূলি পড়ি গড়াগড়ি যায়।
এমনি সুন্দর কন্যা এরূপ জগতে ধন্যা
বিধি চক্ষু নাহি দিল তায়।।
হায় বিধি কি দশা করিলা।
দিয়ে গো রতন নিধি হাত নাহি দিল বিধি
ধন আবরণ না হইলা।।
কান্দি বৃষভানুনারী ভূমে যায় গড়াগড়ি
দু নয়নে বহে পাণি-ধার।।
আসি যত সহচরী উঠাইল হাত ধরি
বসাইল আপনার কোলে।
কহয়ে মধুর বাণী আর না কান্দিহ রাণী
ভালো মন্দ কপালের ফলে।।
কন্যা কোলে কয় দেবী ঐ হোক চিরজীবি
বাহু মেলি কন্যা লহ কোলে।
বাঁচিয়া থাকিলে এই শতেক কোঙর সই
আশীষ করহ কুতুহলে।।
শোক দুঃখ পরিহরি কন্যা নিল কোলে করি
ছাড়ে রাণী দীরঘ নিশ্বাস।
দারিগণ সারি সারি সেচই বাসিত বারি
মর্ম্ম জানে গোবিন্দদাস।।