কামিনি কাম কলা কিয়ে জীতল
নীচল শ্যামরদেহ।
যামিনি শেষ বেশ সব খণ্ডিত
তবহুঁ না পাওত থেহ।।
সখি হে হোর দেখ রাইক ঠাম।
স্বেদিত সবতনু শ্বাস বহত ঘন
কীয়ে করব পরিণাম।।ধ্রু।।
শ্যামর বদন-কমল-মধু পানহিঁ
অবহি কি ভেল বিভোর।
অধরে অধর ধরি নিচলে নিচুম্বল
প্রতিতনু ঠোরহিঁ ঠোর।।
অতুল মদালসে সবহুঁ বিছুরল
শূতলি ধনি তনু ঢারি।
উহ কিয়ে কেলি কলা রস ভোরলি
কৃষ্ণকান্ত অন্তর নহত বিচারি।।