কামিনী বৈঠলি কানুক সঙ্গ।
ক্ষণে ক্ষণে উপজয়ে নব নব রঙ্গ।।
নায়রি চুম্বই নাহ বয়ান।
সো সুখসায়রে ভাসল কান।।
ধনি মন মনমথে উনমত ভেলা।
নাগর উপর পয়োধর দেলা।।
কামিনি করতহি পুরুষ-আচারা।
জিউ লই ভাগই লাজ বেচারা।।
উলটন লোটন ঊরু পর চরণা।
নিকসল শ্রমজল অপরূপ করণা।।
নাসা খগপতি শ্বাস হিলোরি।
জলদ উপরে দোলে বিনোদ বিজোরি।।
রতি অতি বিপরীত বিলসই কামিনী।
মনসিধি সাধই জাগই যামিনি।।
দুহুঁমনমানস পূরণ ভেলি।
হরষি সরোজ মুখি সমাধল কেলি।।
বিলাসে অলস ভেল দুহুঁজন গায়।
শ্রমজল দূর করু শেখর রায়।।