কালিন্দী কিনারে গো নাগর কালিয়া।
জলেরে যাইতে একা সে অঙ্গে লাগিল ঠেকা
মনে ছিল তমাল বলিয়া।।
কানাইয়ে হেরিয়া আগে আবেশ লাগিল গো
ধাধসে বান্ধিল দুই পায়।
রূপের বাতাসে তনু কি জানি কি হইল গো
কথা কহিতে পুলক পড়ে গায়।।
নব কুবলয় দল তনু নিরমল গো
রতন মুকুর বর হিয়া।
কেমন বিধাতা তায় রসাল করিল গো
শুধুই সুধার সার দিয়া।।
রূপের মাধুরী কত ভুবন ভুলায় গো
পরশে অমিয়া সুখ রাশি।
পরশুরামের মনে স্মওরি স্মওরি রূপ
বসিঞা কান্দিয়ে দিবানিশি।।