কালি বলি কালা গেল মধুপুরে
সে কালের কত বাকি।
যৌবন-সায়রে সরিতেছে ভাঁটা
তাহারে কেমনে রাখি।।
জোয়ারের পানি নারীর যৌবন
গেলে না ফিরিবে আর।
জীবন থাকিলে বঁধুরে পাইব
যৌবন মিলন ভার।।
যৌবনের গাছে না ফুটিতে ফুল
ভ্রমরা উড়িয়ে গেল।
এ ভরা যৌবন বিফলে গোঁয়ানু
বঁধু ফিরে নাহি এল।।
যাও সহচরি জানিহ আসহ
বঁধুয়া আসে না আসে।
নিঠুরের পাশ আমি যাই চলি
কহে দ্বিজ চণ্ডীদাসে।।