কিরূপ দেখিনু মধুর মুরতি
পিরিতি রসের সার।
হেন লয় মনে এ তিন ভূবনে
তুলনা নাহিক তার।।
বড় বিনোদিয়া চূড়ার টালনি
কপালে চন্দন চাঁদ।
জিনি বিধুবর বদন সুন্দর
ভুবন মোহন ফাঁদ।।
নব জলধর অঙ্গ ঢর ঢর
বরণ চিকণ কালা।
অঙ্গে আভরণ রতন কাঞ্চন
মণি মুকুতার মালা।।
জোড়া ভুরু যেন কামের কামান
কে না কৈল নিরমান।
ও রাঙা নয়নে তেরছ চাহনি
বিষম কুসুম বান।।
কি কালা কাজর কি কালিন্দী জল
কি কালা উৎপল দাম।
নীল নবঘন নহে নিরূপণ
বরণ চিকন শ্যাম।।
কত পরকারে দেখিলু তাহারে
লখিতে নারিনু কি ।
মোর বোলে যদি নহে পরতীত
চল দেখাইয়া দি।।
মণি আভরণ রতন নূপুর
পিন্ধন পিয়ল বাস।
রাতা উতপল চরণ যুগল
নিছনি গোবিন্দাস।।