কিসের লাগিয়া রাই হইলা মানিনী।
ভাগ্যে মিলয়ে হেন মধুর যামিনী।।
ভাগ্যে মিলয়ে হেন রসময় কান্ত।
তোহে বিমুখ বিহি বুঝল নিতান্ত।।
অকারণ মানে খোয়লি নিজ দেহ।
ঐছে কুমতি দরশায়ল কেহ।।
ঐছন সহচরি শুনইতে বাত।
সুবদনি হাসি ধুনায়ত মাথ।।
কো মানিনি কাহে সাধসি এহ।
কিয়ে পরলাপসি না বুঝয়ে কেহ।।
নাগর কহ সখি কহসি বাণী।
কাহে তুহুঁ ইহ মানিনি অনুমানি।।
শুনি সহচরি সব হাসি উতরোল।
সো সখি অবনত কছু নাহি বোল।।
বিলসহ দুহুঁ তব বিবিধ বিলাস।
দুরহি নেহারই বল্লভদাস।।