কিয়ে কান্তি দৈবত তারুণ্য-সারামৃত
কি মাধুর্য্য স্বয়ং মূর্ত্তিমতি।
কিবা সে লাবণ্য সার তনু কৈল অঙ্গীকার
সর্ব্বগুণ কিবা গুণবতী।।
কিয়ে হেরি অদভূত-রূপ।
মধুর মধুর প্রীত কিবা হৈল উপনীত
কিবা এই রসময় কূপ।।
কি আনন্দ-তরঙ্গিণী কিবা সুধা-সুরধনী
প্রকট হইলা সুখময়।
এ নেত্র-চকোর-চন্দ নাসা-ভঙ্গ-পদ্মবৃন্দ
জিহবা-কোকিল-আম্রচয়।।
ফলিল মোর ভাগ্য সখি তেঞি সে প্রত্যক্ষ দেখি
সর্ব্বেন্দ্রিয়-প্রাণের দয়িতা।
এ রাধামোহন কহে রাই আসি মীলয়ে
রূপ-সিন্ধু গড়িল বিধাতা।।