কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে
দুহুঁ দোঁহা হেরি মুখ-ছান্দে।
তৃষিত চাতকী নব জলধরে মিলল
ভুকিল চকোর চারু চান্দে।।
আধ নয়নে দুহুঁ রূপ নেহারই
চাহনি আনহি ভাঁতি।
রসের আবেশে দুহুঁ অঙ্গ হেলাহেলি
বিছুরল প্রেম-সাঙ্গাতি।।
শ্যাম সুখময় দেহ গোরী পরশে সেহ
মিলায়ল যেন কাঁচা ননী।
রাই তনু ধরিতে নারে আউলাইল আনন্দ ভরে
শিরিষ কুসুম কোমলিনী।।
অতসী কুসুম সম শ্যাম সুনায়র
নায়রী চম্পক গোরী।
নব জলধরে জনু চাঁদ আগোরল
ঐছে রহল শ্যাম কোরি।।
বিগলিত কেশ- কুসুম শিখি-চন্দ্রক
বিগলিত নীল নিচোল।
দুহুঁক প্রেম-রসে ভাসল নিধুবন
উছলল প্রেম-হিলোল।।
দুহুঁ রসে ভাসি দুহুঁ অবলম্বই
দুহুঁ মুখে মৃদু মৃদু হাস।
নব নাগরী সঞে নাগর শেখর
ভুলল গোবিন্দদাস ।।